BREAKING NEWS

Tuesday, February 7, 2017

বড়লোকের জন্য গরিব উচ্ছেদ

মতিঝিলের আমেরিকান লাইফ ইন্সুরেন্স কার্যালয় সংলগ্ন সামনের ফুটপাত।গত ১২ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের ফুটপাত দখলমুক্ত করার ঘোষণার পর থেকে এ অবস্থা। 
হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাহলে অবৈধভাবে গাড়ি পার্কিং শুরু হলো কেন। নাকি বড়লোকের জন্য গরিব উচ্ছেদ কর্মসূচি চলছে? হকার উচ্ছেদ করা হচ্ছে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করার জন্য। কিন্তু গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা আরও বেশি দখল হয়েছে। তবে হকার কী দোষ করল?
মতিঝিলের রহমান চেম্বার ভবনের সামনের রাস্তায় তিন স্তরে গাড়ি পার্কিং করা হয়। এতে দুই-তৃতীয়াংশ দখল যায় মতিঝিল-টিকাটুলী সড়কের একপাশ। এসব গাড়ির মধ্যে ছিল রাস্তার উল্টো পাশের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডের গাড়িও। মেটলাইফ আলিকো ভবনের সামনে ছিল শখানেক মোটরসাইকেল। এভাবে পুরো মতিঝিলের সড়কের দিকে তাকালে হকারের বদলে এখন গাড়ির দীর্ঘ লাইনের দেখা মিলবে। 

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Mohammad Mizanur Rahman. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates